ভিউ: ৬০
২০২৫ সালের ৩য় শ্রেণির বোর্ড পরিক্ষায় উত্তীর্ণ পরিক্ষার্থীদের অভিনন্দন

এই মর্মে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে,

উসওয়াতুন হাসানা মাদ্রাসার ২০২৫ সালের তৃতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী সকল কৃতকার্য ছাত্র-ছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে।

তাদের এই শতভাগ কৃতকার্যতা ও সাফল্য অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের যত্নশীল দিকনির্দেশনার উজ্জ্বল প্রমাণ। এই গৌরবোজ্জ্বল অর্জন মাদ্রাসার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

আমরা সকল কৃতকার্য ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি তারা আগামী দিনগুলোতেও শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে আরও বড় সাফল্য অর্জন করবে।

📊 ফলাফল সংক্ষেপে:৩৬জন
🏅 A+ পেয়েছে: ৬ জন
🥇 A গ্রেড পেয়েছে: ১৭ জন
🥈 B গ্রেড পেয়েছে: ১২ জন
🥉 C গ্রেড পেয়েছে: ১ জন

গত বছরে A+ মাএ ২ জন।

সকলকে অভিনন্দন ও শুভকামনা।
শিক্ষকমন্ডলি ও পরিচালনা কমিটিবৃন্দ