ভিউ: ১১৬
২০২৪ সালের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রদান ও সুধী সমাবেশ

বিসমিল্লাহির রহমানির রহিম
আদর্শ সমাজ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ
উসওয়াতুন হাসানাহ্ মাদ্রাসা
আঠারোদোন, ৮নং ওয়ার্ড, মহানগর, রংপুর।
দাওয়াত পত্র
আসসালামু আলাইকুম,
উসওয়াতুন হাসানাহ্ মাদরাসার সকল ছাত্র-ছাত্রী, সম্মানীত অভিভাবক ও সুধী বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ইং রোজ-মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় অত্র মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ্।

সভাপতিত্ব করবেন: শাইখ আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অত্র মাদরাসা।

আলোচক বৃন্দ:
জনাব শাইখ হেদায়েতুল্লাহ হাদী, উপদেষ্টা ও অত্র মাদরাসা, খতিব, বায়তুল আহাদ জামে মসজিদ, আঠারোদোন।
জনাব শাইখ আব্দুল ওয়াদুদ, সিনিয়র শিক্ষক, মাদরাসা মুহাম্মাদীয়া, হারাগাছ, রংপুর।
জনাব মুহাঃ তাকিবুল ইসলাম, সহ-সভাপতি, অত্র মাদ্রাসা।
হাফেজ আতাউর রহমান, সহকারী শিক্ষক, শাহান ইন্টারনাশনাল স্কুল এন্ড কলেজ,রংপুর।

প্রধান অতিথি:
জনাব মো: শাহজাহান কবির একেএস এমডি, থাই ইন্টারন্যাশন্যাল, রংপুর।

বিশেষ অতিথি:
জনাব মো: শফিকুল ইসলাম, পরিচালক, অত্র মাদরাসা।
জনাব মো: এনামুল হক রাজু, প্রভাষক, হারাগাছ মডেল ডিগ্রী কলেজ, প্রো: মায়ের দোয়া ফার্মেসী, রংপুর।
জনাব মো: সাইফুল ইসলাম,পরিচালক, জাহিদ টোবাকো লিমিটেড, হারাগাছ।
জনাব মো: সাইফুল ইসলাম, লিজা বস্ত্রালয়, কাপড় ব্যবসায়ী, হারাগাছ, রংপুর।

আহবানে:
শাইখ ফাহিমুর রহমান,
প্রধান শিক্ষক,
উসওয়াতুন হাসানাহ্ মাদ্রাসা

সার্বিক ব্যবস্থাপনায়:
হাফেজ মো: নাজমুল হক সরকার‘
সাধারণ সম্পাদক,অত্র মাদ্রাসা।

চেয়ারম্যান এর বাণী

আলহাজ্ব রেজাউল ইসলাম মিলন

চেয়ারম্যান, উসওয়াতুন হাসানাহ মাদরাসা, প্রেসিডেন্ট রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

বিস্তারিত

প্রধান শিক্ষকের বাণী

মোঃ ফাহিমুর রহমান

প্রধান শিক্ষক উসওয়াতুন হাসানাহ মাদরাসা, আঠারোদোন, ০৮ নং ওয়ার্ড , মহানগর রংপুর।

বিস্তারিত

সাধারন সম্পাদক এর বাণী

মোঃ নাজমুল হক সরকার

সাধারন সম্পাদক

বিস্তারিত

পরিচালক এর বাণী

মোঃ শফিকুল ইসলাম

পরিচালক এর বাণী

বিস্তারিত